SSK MSK শিক্ষকদের উদ্দেশ্যে জরুরি নোটিশ
আগামী ২৩শে অক্টোবর, ২০১৯ বুধবার 'মাসুম' সংগঠনের বর্ধিত রাজ্য কমিটির কনভেনশন। এই সভা থেকে এস এস কে, এম এস কে, মাদ্রাসা, পৌরসভা এস এস কে ও অন্যান্য শিক্ষক শ্রেনীর_ বর্তমান পরিস্থিতি ও আগামীদিনের সঠিক পথ নিয়ে আলোচনা হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য গণতান্ত্রিক পথে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের সমস্ত জেলার সকল শ্রেনীর শিক্ষক- শিক্ষিকাদের কাছে আবেদন এই মহতি কনভেনশনে উপস্থিত থেকে ঐক্য মতে মতামত বিনিময় করুন।
স্থান- ত্রিপুরা ভবন,
[কলেজ স্কোয়ারের নিকট]
কলকাতা।
সময়ঃ সকাল ১১-৩০ মিনিট।
সজল মুখার্জি
আরতি পাল
গৌতম পতি
নমিতা খাঁ
(কনভেনর)
_মাসুম_
No comments:
Post a Comment