আমাদের দূর্দাশার জন্য একশ শতাংশ দায়ী বিগত বাম সরকার
আমাদের দূর্দাশার জন্য একশ শতাংশ দায়ী বিগত বাম সরকার । 2010 সালে সর্বশিক্ষা সুবর্ণ সুযোগ করে দিয়েছিল । বেশ কিছু রাজ্য মানলেও এই রাজ্য নাকচ করে দিয়েছিল । তার পর দাদা মাঝে আর সুযোগ আসে নি । যেসব রাজ্যে সর্বশিক্ষার শিক্ষকরা বেশি বেতন পায় তা কিন্তু সেই 2010 সালের সময় যারা করে ছিল তারাই মাত্র । পুনরায় 2019 সমগ্র শিক্ষা আমাদের কে সূযোগ করে দিয়েছে । এক্ষেত্রে প্যারাটিচাররা কিছু টা এগিয়ে আছে । আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল । প্রথমে প্রজেক্টের তকমা ঘুচিয়ে বোডের আনূমোদন এর ব্যবস্থা করতে হবে । এব্যাপারে msk ssk এর যা বাস্তব পরিস্থিতি তা কিন্তু দাদা সুবিধার জায়গায় নাই । আইন নিয়ম মানলে একটিও হবে না ।বিশেষ করে ssk এর রিপোর্ট খুবই খারাপ । বেশ কয়েক হাজার শিক্ষকের বিভিন্ন অসংগতি ধরা পড়েছে । শিক্ষা কেন্দ্র গুলির ও অনেকের নিজস্ব জমিই নাই ।যাদের আছে তাও আবার নগন্য । ফলে দাদা লেখা লেখি টা একটু লাগাম দিয়ে লিখলে ভালো হয় ।আমরা 50 হাজার শিক্ষক সরকার পাল্টানোর খেলায় না মেতে কাজ টা করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে ।আমার কথায় আঘাত পেলে মাফ করবেন দাদা ।কারণ আপনাকে উপদেশ দেওয়ার মত যোগ্যতা আমার নেই ।
No comments:
Post a Comment