Sunday, October 13, 2019

তৃণমূলপন্থী সংগঠন কিছুই করতে পারেনি এটা কতটা সত্য ?

তৃণমূলপন্থী সংগঠন কিছুই করতে পারেনি এটা কতটা সত্য ?
তৃণমূল পন্থী সংগঠন কিছুই করতে পারে নি বলে দাবি উঠছে । উনি কি msk ssk এর ইতিহাস টা জানেন ? Wb trinamool msk ssk teacher association 2009 এ গঠন হয়েছিল তৃণমূল ভবনে সেই সময় শিক্ষা সেলের নেতাদের উপস্থিতিতে । পালা বদলের পর আমারা সবাই আতঙ্কিত হয়েছিলাম ।হয়তো তৃণমূল সরকার এগুলো কে তূলে দেবে ।এই সংগঠনের নেতৃত্ব জাকির বিকাশ আরসাদ আকবর প্রয়াত মেহেদী ভাই সামসুল এদের উদ্যোগেই 2011 সালে সরকার গঠনের পরেই শিশির অধিকারির সুপারিশের মাধ্যমে মূখ্য মন্ত্রীর সঙ্গে দেখা করি । তুলে দেওয়ার পরিবর্তে  ক্যাবিনেটে পাস করা হল । যদি আমরা ধৈর্য ধরতে পারতাম ফল কিনতু অন্য হত ।ঠিক এখন যেমন সরকার বিরোধীতায সরব হয়েছে সেদিন ও তেমনি । এটা ভাবেন কি করে সিপিএমের ভজন গাইবেন আর তৃণমূলের কাছ থেকে সুবিধা নেবেন ? বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে  নিজ এ্যাকাউন্টে বেতন চালু  উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যাবস্থা করা deled এ সবই এই সংগঠনের তৎপরতা ফল ।2016 বিধান সভা নির্বাচনের মূহুর্তে সিপিএমের হয়ে তাদের নেতাদের নিয়ে রাসমোনিতে সভা ।msk ssk লোকেরা সেই সভায় আওয়াজ তুলল পুণরায যেন তৃণমূল ক্ষমতায় না আসে । দ্বিতীয় বার সরকার গঠনের পর দপ্তরের মন্ত্রী এগুলোর উপর একেবারেই বিরাগভাজন ।এক সময়ে তো তিনি কেন্দ্রকে রিপোর্ট করতে যাচ্ছিলেন আমাদের বিরুদ্ধে ।এই সংগঠনের তৎপরতায মূখ্য মন্ত্রীর সঙ্গে দেখা করে সমাধান করা হয় । আজ ও সময় আছে বিরোধী শক্তির পাশে না দাড়িয়ে শিক্ষা মন্ত্রীর নির্দেশ মত চলি ।  60 65 এর সমস্যা পেকমিশনের সুবিধা ssk অনুমোদনের সমস্যা সি এম এর কাছে গিয়ে সমাধান করার চেষ্টা করি ।ওখানে গেলে অবশ্য ই  সমাধান হবে । তার আগে ওখানে যাওয়ার জন্য আমাদের মুখ রাখতে হবে । এখন যা পরিস্থিতি কেউ মাসুম কেউ মঞ্চ এই সব করে বেড়াচ্ছি ।এটা থামাতে হবে । ভরসা রাখুন মমতা ব্যানার্জি উপর । আপনারা কি ভুলে গেলেন । চালাতেন তো চালা ঘরে ।  আজ ঝা চকচকে  সকুল ।এটি না করলে তো এতদিন এর অসতিত ই থাকতো না ।আমাদের সমস্যা নিয়েই একাধিক বার দিল্লিতে দরবার করেছেন ।

No comments:

Post a Comment

এখন যদি করেন কেস , অচিরে ই হবেন শেষ

এখন যদি করেন কেস , অচিরে ই  হবেন শেষ    প্রচলিত অনেক কথা আছে ------ "শিকারী বিড়ালের গোঁফ দেখলেই চেনা যায়  বা   মায়ের চেয়ে মাসির দরদ বেশ...